মাজহারুল মিচেল: প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিবজা) এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
এর আগে জাতীয় প্রেসক্লাবে দ্বিবার্ষিক নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে অ্যাডভোকেট রুহী শামসাদ আরা ১৫৯ ভোট নির্বাচিত হন। আর তার প্রতিদ্বন্দ্বী বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ পেয়েছেন ৫৩ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. রথীন্দ্র নাথ সরকার (রবিন)।
পিবজার অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সভাপতি- রুহি শামসাদ আরা, সহ-সভাপতি- এমএ মোনায়েম, মাহবুবুর রহমান, দীপু সিদ্দিকী, সাধারণ সম্পাদক- ডা. রবীন্দ্রনাথ রবিন, যুগ্ম সম্পাদক- দানিয়েল, কামাল মোশারেফ, অর্থ সম্পাদক- তাসলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক- বশিরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-নাসরিন আক্তার, প্রচার ও প্রকাশনা- রবিউল ইসলাম এবং স্বাস্থ্য সম্পাদক- জাভেদ আহমেদ।
আপনার মতামত লিখুন :