শিরোনাম
◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ◈ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ১০:৫৫ রাত
আপডেট : ৩১ মে, ২০২৩, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন

আওয়ামী লীগের আনোয়ার ও জাতীয় পার্টির বাবুলকে কারণ দর্শানোর নোটিশ  

এম এম লিংকন, আশরাফ রাজু (সিলেট): এ দুই প্রার্থীকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা চালাচ্ছেন এই দুই দলের মেয়র প্রার্থী। ২১ জুন নিার্বচন অনুষ্ঠিত হতে যাওয়া এই সিটিতে ২ জুন হবে প্রতীক বরাদ্দ। মঙ্গলবার বিকেলে দুই মেয়রপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

এরআগে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া গাজীপুর সিটি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের এক কাউন্সিলর প্রার্থীর ভোটের মাত্র দুদিন আগে প্রার্থীতা বাতিল করনে নির্বাচন কমিশন। এছাড়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে তলব করেন কমিশন।  

সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের পাটানো এই নোটিশে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন আচরণবিধি ২০১৬ এর বিধি ৫ অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে প্রচারণা শুরু করতে পারবেন না।

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও বাছাইয়ে বাদ পড়েন পাঁচজন। এদের মধ্যে তিনজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। এ অবস্থায় মাঠে-ময়দানে দেখা মিলছে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসানকে।  

এ তিন মেয়রপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি না মেনে প্রচার-প্রচারনা চালানোর অভিযোগ তুলেছে ইসি।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএমএল/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়