এম এম লিংকন: অফিস শুরু করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব জাহাঙ্গীর আলম। বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে নির্বাচন ভবন প্রাঙ্গণে এসে উপস্থিত হলে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও যুগ্ম সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছরের কম সময়ের মধ্যেই সংস্থাটির ইসির পদে রদবদল করেছে সরকার।
এদিকে নতুন সচিবের আগমন ও সাবেক সচিব হুমায়ুন কবীর খোন্দকারের বিদায় উপলক্ষে কর্মকর্তারা অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান।
সম্প্রতি২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা চারটি প্রজ্ঞাপনে প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ ও রদবদলের তথ্য জানায়। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এক সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব ও তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। আর দপ্তর পরিবর্তন করা হয়েছে একজন সিনিয়র সচিব ও দুই সচিবের।
নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিব জাহাঙ্গীর আলম এর আগে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শুরুতে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। পরে সেই প্রজ্ঞাপন বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয় তাকে।
এমএল/এসবি২
আপনার মতামত লিখুন :