এম এম লিংকন: [২] এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রোপন করেন দেশীয় সফেদা ফলের চারা।
[৩] বুধবার ( ১০ জুলাই) সকালে দেশীয় এসব বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম।
[৪] এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব:) রোপন করেন জলপাই ফলের চারা।
[৫] আর নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা রোপন করেন জামরুল ফলের চারা।
[৬] নির্বাচন কমিশনার মো: আলমগীর রোপন করেন দেশের সবচেয়ে সুস্বাদু ফল আমের চারা।
[৭] এবং নির্বাচন কমিশনার জনাব মো. আনিছুর রহমান রোপন করেন মিষ্টি জলপাই চারা
[৮] এছাড়া নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম রোপন করেন আরো একটি সফেদার চারা। সম্পাদনা: কামরুজ্জামান
এসবি২
আপনার মতামত লিখুন :