শিরোনাম
◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সর্বকনিষ্ঠ ব্যারিস্টার জুনিয়র শান

রিয়াদ হাসান: [২] ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে গোলাম মোর্শেদ জুনিয়র শান সম্প্রতি বার-অ্যাট-ল সম্পন্ন করেন। লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। শান ২১ বছর বয়সে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ব্যারিস্টার (মাস্টার্স সহ) হিসেবে এই খ্যাতি অর্জন করেন।

[৩] দ্যা অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে গত ২৭ জুলাই তাকে বারে ডাকা হয়েছিল। এর আগে তিনি লন্ডনের বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন। আর বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে কমন ল আইনে এলএলএম সম্পন্ন করেন। 

[৪] শান বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন। এর মধ্যে ল অফ টর্টসে সর্বোচ্চ নম্বর অর্জনকে বেশ গুরুত্বের সঙ্গে উল্লেখ করা যেতে পারে। এছাড়াও তিনি মর্যাদাপূর্ণ সেরা পারফরমার পুরস্কার অর্জন করেন। 

[৫] জুনিয়র মোর্শেদের গবেষণা পরীক্ষক বোর্ডের দ্বারা সুপারিশ করার পরে এই পুরস্কারটি যুক্তরাজ্যের সিনেট দ্বারা অনুমোদিত হয়েছিল। এমনকি এটি পরবর্তী বছরের শিক্ষার্থীদের জন্য একটি মডেল হিসাবে সংরক্ষণ করা হয়েছে। 

[৬] তিনি দ্যা ইউনিভার্সিটি অফ বাকিংহাম প্রদত্ত ডিনস লিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। ডিনেরা তাকে তার প্রজন্মের সেরা আইনী শিক্ষার্থী হিসেবে আখ্যায়িত করেছেন।

[৭] জুনিয়র শান প্রয়াত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোর্শেদের নাতি ও ব্যারিস্টার মাহমুদ মোর্শেদের একমাত্র পুত্র সন্তান।

[৮] খুব অল্প বয়সে তার কৃতিত্বের জন্য পরিবারসহ সকল মহলে প্রশংসিত হয়েছেন। সকলের আশীর্বাদ, ভালোবাসা এবং সমর্থনের জন্য ব্যারিস্টার মাহমুদ মোরশেদ এবং তার সুযোগ্য উত্তরসূরী সকলের কাছে দোয়া চেয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সব সময় সবার ভালোবাসায় রাখার জন্য বিশেষ প্রার্থনা কামনা করেছেন।

[১০] উল্লেখ্য, তার এ সাফল্য তার পারিবারিক মর্যাদার ধারাবাহিকতাকে সমুন্নত করছে। তাকে বাংলাদেশের আইনি পেশার এক উজ্জল নক্ষত্র হিসেবে দেখা হচ্ছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আরএইচ/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়