শিরোনাম
◈ সাত দশকে ট্রাম্প সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট ◈ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ নগরবাসী, শৃঙ্খলা ফেরানো দরকার  ◈ প্রত্যেক ভারতীয়র রক্ত টগবগ করছে: মোদি ◈ রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ ◈ বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি অভিনেতা ইরেশ যাকের ◈ তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার  ◈ ঝটিকা মিছিল বিরোধী অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্য গ্রেফতার ◈ দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু ◈ বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের ধৈর্য ধরতে বললেন টাইগার‌দের প্রধান কোচ ◈ কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৩, ০৮:৫৬ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৩, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতির দায়ে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে অব্যাহতি 

রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): রাজধানীর উত্তরার নওয়াব হবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহীনুর মিয়াকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তদন্ত কমিটির প্রতিবেদনে তিনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বা প্রধান শিক্ষক কোনোটাই নন বলে প্রমাণিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন এর পত্র নং- ০০:০১,০০০০,৫০৩.২৬. ৫৩৮.২২-২২২১; তারিখ: ১৮/০১/২০১৩ খ্রি. মোতাবেক নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শাহিনুর মিয়ার চলমান দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অন্যান্য অপকর্মের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মোঃ সাইদুর রহমানের দেওয়া অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় বিধিমতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য দুর্নীতি দমন কমিশন হতে অনুরোধ করা হয়েছে। বর্ণিত বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কর্মকর্তার মন্তব্যের প্রেক্ষিতে মোঃ শাহীনুর মিয়া, (অধ্যক্ষ) নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

কিন্তু মোঃ শাহীনুর মিয়া যথাসময়ে সন্তোষজনক জবাব দেন নি। এমতাবস্থায়, তদন্ত কর্মকর্তার মন্তব্যের আলোকে মোঃ শাহীনুর মিয়া এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করা এবং অধ্যক্ষ হিসেবে নিয়োগ বিধিসম্মত না হওয়ায় মোঃ শাহীনুর মিয়া উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কোনটিই নন মর্মে তদন্তে প্রমাণিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- শিম/শাঃ১১/৩-৯/২০১১/২৫৬, তারিখ-০৬/০৬/২০১১ এবং স্মারক নং- শিম/শাঃ১১/৩-৯/২০১১/৪৮৪, তারিখ- ০৯/০৭/২০১২ পত্র অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক দীপ্তি চক্রবর্তীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে, দায়িত্ব প্রদান করা হয়।

এ বিষয়ে নব নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিপ্তি চক্রবর্তী বলেন, আমি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চিঠির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছি, কিন্তু গভর্মেন্ট বডি এখনো দায়িত্ব বুঝিয়ে দেয়নি।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়