হাবিবুর রহমান : [২] গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ২৭ এপ্রিল বিকাল ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫ তম সভায় এ ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপস্থিত সদস্যরা এ ব্যাপারে একমত পোষণ করেন।
[৩] উপাচার্য তার বক্তব্যে বলেন ' কোভিড-১৯ মহামারিসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেশনজট এড়ানো ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে'। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
[৪] উল্লেখ্য, ঈদ-এর ছুটি শেষে আগামী ১০ মে মঙ্গলবার থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে। সম্পাদনা ; জেরিন
আপনার মতামত লিখুন :