শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির ‘প্রলয় গ্যাং’ এর দুই সদস্য আটক, স্থায়ী বহিষ্কারের দাবি

মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা

শহীদুল ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নানা অপকর্মের সাথে জড়িত ও বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ‘প্রলয় গ্যাং’ সদস্যদের বিচার চেয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সমকাল, দ্য ডেইলি ক্যাম্পাস

সোমবার (২৭মার্চ) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। এতে গ্যাং সদস্যদের ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

এর আগে গত শনিবার রাতে কবি জসীমউদ্দিন হলের সামনে হামলার শিকার হন অপরাধ বিজ্ঞানের জোবায়ের। হামলায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে সমকালে 'প্রলয় গ্যাংয়ে তটস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে ওই চক্রের সদস্যদের নাম বেরিয়ে আসে। সমকাল

এ ঘটনায় রোববার শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা সাদিয়া আফরোজ খান। অভিযোগে তিনি ১৯ শিক্ষার্থীর নাম উল্লেখ করেন। পরে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শাহবাগ থানা পুলিশ। ডেইলি ক্যাম্পাস

সোমবার মানববন্ধনে বিভাগের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান বলেন, সংঘবদ্ধভাবে একজন শিক্ষার্থীর ওপর হামলা করা খুবই ভয়ানক বিষয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা রাখি। আশা করছি সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীতে এ ধরনের গ্যাং কালচার থেকে মুক্ত থাকবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা পোস্ট

প্রলয় গ্যাং ক্যাম্পাসে মারামারি, ছিনতাইয়ে জড়িতদের বেছে বেছে সেই গ্যাংয়ের সদস্য বানায়। তারা নিয়মিত নেশার আসর বসায় এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তারা কার্যালয় বানিয়ে। প্রথম বর্ষ পড়েন এমন মারদাঙ্গা এবং নেশাগ্রস্ত ছাত্রদের বাছাই করে তাঁরা এই গ্যাংয়ে দলের সদস্য করে। এর আগে বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে গ্যাং এর কয়েকজন সদস্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারও হয়েছেন। 

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়