শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০২:৪৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিআইআইটি বিবিএ অ্যালামনাই কনভেনশন ২০২৫: স্মৃতির আবেগ, বন্ধনের দৃঢ়তা ও ভবিষ্যতের অনুপ্রেরণা

ডিআইআইটি বিবিএ অ্যালামনাই কনভেনশন ২০২৫, স্থান: ডিআইআইটি ক্যাম্পাস | তারিখ: ২৬ এপ্রিল ২০২৫

ডিআইআইটি বিবিএ অ্যালামনাই কনভেনশন ২০২৫ ছিল শুধুমাত্র একটি উৎসব নয়—এটি ছিল ডিআইআইটি পরিবারের বন্ধন, ভালোবাসা ও সম্মিলিত গর্বের এক অনন্য উদযাপন। এই দিনটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠানের নেতৃত্বকে একত্রিত করেছিল একটি মিলনমেলায়, যেখানে স্মৃতি, সংযোগ এবং ভবিষ্যতের অনুপ্রেরণা একসূত্রে বাঁধা পড়েছিল।

স্থান: ডিআইআইটি ক্যাম্পাস | তারিখ: ২৬ এপ্রিল ২০২৫

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. আমানউল্লাহ। তিনি তাঁর বক্তব্যে ডিআইআইটির বিবিএ প্রোগ্রামকে নেতৃত্ব তৈরির একটি মডেল হিসেবে উল্লেখ করে অ্যালামনাইদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. ফকির রফিকুল আলম, ডিন (ভারপ্রাপ্ত), পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ড. মো. আশেক কবির চৌধুরী, ডিন (ভারপ্রাপ্ত), আন্ডারগ্র্যাজুয়েট স্টাডিজ। তাঁরা অ্যালামনাইদের দেশের অর্থনীতি ও শিক্ষাক্ষেত্রে অব্যাহত অবদানের প্রশংসা করেন এবং ড্যাফোডিল ফ্যামিলির নেতৃত্বে ডিআইআইটির অর্জনের কথা তুলে ধরেন।

ডিআইআইটি গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক আল-আমিন এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান তাঁদের বক্তব্যে অ্যালামনাইদের "ব্র্যান্ড অ্যাম্বাসেডর" হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে তাঁদের উদ্ভাবনী শক্তি, উদ্যোগ ও পরামর্শের ভূমিকা স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানে অ্যালামনাইদের আবেগঘন স্মৃতিচারণ, পুরোনো বন্ধুদের পুনর্মিলন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ক্যাম্পাস জীবনের গল্পগুলো উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। শেষ পর্বে আয়োজিত নেটওয়ার্কিং সেশনে নবায়িত হয় পেশাগত সম্পর্ক ও ভবিষ্যতের সম্ভাবনা।

এই কনভেনশন ছিল শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আত্মপরিচয়ের গর্ব এবং ডিআইআইটি পরিবারের চিরন্তন বন্ধনের এক দীপ্তিময় প্রতিচ্ছবি—যা ভবিষ্যতের পথচলায় বিবিএ বিভাগের জন্য এক অব্যাহত অনুপ্রেরণা হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়