জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলা নববর্ষ-১৪৩২ কে স্বাগত জানিয়ে নির্বিঘ্নে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘বর্ণাঢ্য নববর্ষ শোভাযাত্রা’। এবারের জবির শোভাযাত্রার প্রতিপাদ্য ছিলো ‘বিপ্লবের সিঁড়ি বেয়ে আসুক নেমে আলো, নববর্ষে মুক্ত জীবন থাকুক আরো ভাল’। শোভাযাত্রার সময় পুরো এলাকায় ছিল ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার সকালে জবির চারুকলা অনুষদের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজারের ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্ক ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে আসে। এবারের শোভাযাত্রার মূল থিম ছিলো ‘বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি। শোভাযাত্রায় দেখা যায় গরুর গাড়ি, পাখি, পশু, ফুলের প্রতিকৃতি এবং নানা গ্রামীণ উপকরণ।
শোভাযাত্রাকে ঘিরে রোববার রাত থেকেই জবির পুরো ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবখানে মোতায়েন ছিল ডিএমপির বিপুলসংখ্যক সদস্য।
শোভাযাত্রাটি ঘিরে ছিল ডিএমপির কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শোভাযাত্রায় শুরুতে ইউনিফর্মধারী পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। একাধিক ড্রোন ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয় পুরো রুট। শোভাযাত্রার শেষ অংশেও ছিল ডিএমপির পুলিশ সদস্যদের সরব উপস্থিতি।