শিরোনাম
◈ গোপন সংবাদের ভিত্তিতে সা‌বেক এমপি শাহ সারোয়ার কবীর‌ আটক ◈ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিসিএস প্রার্থীরা, পুলিশের বাধা (ভিডিও) ◈ লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির ◈ টেকনাফের ৩ হাজার জেলের আরাকান আর্মি আতঙ্কে মাছ ধরা বন্ধ  ◈ চলতি মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১২ হাজার কোটি টাকা ◈ গ্যাস ও সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ, অযৌক্তিক বলছেন রাজীতিবিদরা ◈ পোশাক খাতে করছাড় ও ভ্যাট অব্যাহতির দাবি বিজিএমইএর ◈ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাজধানীতে হঠাৎ আ. লীগের ঝটিকা মিছিল (ভিডিও) ◈ শার্শায় ধান ক্ষেতে পড়ে ছিলো দু'টি পাইপগান ◈ আমাদের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ : প্রেস সচিব

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার থেকে সব কোচিং সেন্টার বন্ধ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)। পরীক্ষার শুরুর দিন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৫ এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের নির্দেশনার বিষয়ে জানিয়েছিলেন, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগাম বন্যা প্রবণ এলাকায় পরীক্ষার ব্যাঘাত সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোকে সতর্ক থাকতে হবে।

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৩ মে। আর ব্যাবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২জন, এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জনের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়