নিজস্ব প্রতিবেদক: সরকারী সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের অ্যালামনাই গঠনের উদ্দেশ্য সম্প্রতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষেরপ্রাক্তন শিক্ষার্থীদের এক বৈঠক অনুষ্ঠিত হয। এতে উপস্থিত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ENGLISH ALUMNI, Govt. City College গঠনের সিদ্ধান্ত নেয়া হয। প্রথম ব্যাচের শামসুল আলম রিপনকে আহ্বায়ক ও চতুর্থ ব্যাচের মো. আলাউদ্দিনকে সদস্যসচিব করে সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের মাঝে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও প্রয়োজনীয় সহযোগিতা, ইংরেজী বিভাগের অসচ্ছল মেধাবীদের জন্য শিক্ষাবৃওি চালু, বিভাগের ছাত্রছাএীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার কাউন্সেলিংসহ নানাবিধ কাজে এলামনাই কাজ করে যাবে।
আগামী ২১ শে জুন ২০২৫ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয।
সবার মতামতের ভিত্তিতে বিভাগের ১ম ব্যাচের ১৯৯১-৯২ শিক্ষাবর্ষের ছাত্র মো, শামসুল আলম রিপনকে আহ্বায়ক ও ৪র্থ ব্যাচের ১৯৯৪-৯৫ ব্যাচের মো, আলাউদ্দিনকে সদস্যসচিব করে একটি এডহক কমিটি গঠন করা হয।
পূর্ণাঙ্গ এডহক কমিটি :
আহ্বায়ক:
শামসুল আলম রিপন
যুগ্ম আহ্বায়ক -
১. সাখাওয়াত কামাল সাগর
২. সাজ্জাদ খান
সদস্যসচিব:
মো: আলাউদ্দিন
সদস্যবৃন্দ :
১.রেজাউল করিম স্বপন
২.সালেহ বিপ্লব
৩ সন্জয় পাল
৪.রোজী আইরিন নাহার
৫.অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন
৬.ভেনিসা রড্রিগস্
৭. আবুল ফতেহ মোঃ ঈশা খান
৮. সেলিম উদ্দিন চৌধুরী
৯. তাবাসসুম সুলতানা
১০. এ এম এম জায়াদ
১১. সুমিত চৌধুরী
১২. এ এম মাসুদ খান
১৩. পাভেল দাশ
১৪.রাজিব সাহা
১৫.আহামেদ হোসাইন সোহেল
১৬.দিবাকর কানুনগো
১৭.সৌমেন শীল
১৮.সুমন কান্তি দাশ
১৯.রেজাউল করিম
২০.সুমন বণিক
২১.চমক আচার্য্য