ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে 'ধর্ষণবিরোধী মঞ্চে'র ব্যানারে তারা এই সমাবেশ শুরু করেন।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যান। বর্তমানে অন্তত ১৫০ জন শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে আছেন। বিক্ষোভ সমাবেশ শেষে তাদের মশাল মিছিল বের করার কথা রয়েছে।
অন্যদিকে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে সন্ধ্যায় ইডেন কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা একটি মশাল মিছিল নিয়ে ইডেন কলেজের সামনে অবস্থান নেন। পরে মিছিলটি নিয়ে তারা নীলক্ষেতের দিকে চলে যান। উৎস: ডেইলি স্টার ও এখন টিভি।