শিরোনাম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদের নতুন সংগঠনের কমিটি নিয়ে হট্টগোলে আহত ২

'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' থেকে 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ' নামে ছাত্রদের নতুন সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোলে দুইজন আহত হয়েছেন।

তারা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী (২৪) ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের শিক্ষার্থী আকিবাল হাসান (২৫)।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

'তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক না,' বলেন ফারুক।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের একাংশ অভিযোগ তোলেন, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।

বিক্ষোভের মধ্যেই মধুর ক্যান্টিনের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ‍ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির স্লোগান ঠিক করা হয়েছে 'শিক্ষা ঐক্য মুক্তি'। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়