মাসুদ আলম : রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন 'ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েশন' (ORCA) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনীর অনুষ্ঠানের শেষ দিন শনিবার জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রধান অতিথি রাজশাহী ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কবীর ও 'ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েশন' (ORCA) এর প্রেসিডেন্ট মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার (অবঃ) এবং অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ।
এরপর সেনাবাহিনী প্রধান 'ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েশন' পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। অতঃপর প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাঁদেরকে দেশ সেবায় আত্মত্মনিয়োগ করতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন। সূত্র : আইএসপিআর।