শিরোনাম
◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন? ◈ কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লার খোলা চিঠি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সার্টিফিকেট নিতে এসে আটক ইডেনের ছাত্রলীগ নেত্রী বৈশাখী

রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নিজ বিভাগে প্রত্যয়নপত্র নিতে আসলে তাঁকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৩টার পর তাঁকে লালবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কলেজের শিক্ষার্থীরা বলেন, সামিয়া আক্তার বৈশাখী মার্কেটিং বিভাগে প্রত্যয়নপত্র নিতে আসলে শিক্ষার্থীদের চোখে পড়ে। পরে তাঁরা বৈশাখীকে আটক করে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসনের সহায়তায় তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের সময় উপস্থিত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ছাত্রলীগ নেত্রী বৈশাখী বিভাগ থেকে প্রত্যয়নপত্র নিতে আসে। শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাসে দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। কারণ বিগত সময়ে শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন এবং হয়রানি করেছে বৈশাখী।’

তিনি আরও বলেন, ‘পুলিশের কাছে হস্তান্তরের পর কলেজের অধ্যক্ষ কার্যকরী পদক্ষেপ নেবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।’

এ বিষয়ে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামছুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কলেজে পরীক্ষা চলছিল। এর মধ্যে ছাত্রলীগ নেত্রী কীভাবে প্রবেশ করল, তা কেউ খেয়াল করেনি। শিক্ষার্থীরা অবরুদ্ধ করার পর তাঁকে লালবাগ থানায় হস্তান্তর করেছি। বাকি পদক্ষেপ পুলিশ নেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে বসব। দারোয়ানদের আরও সতর্ক থাকার বিষয়ে জোর দেব, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়