শিরোনাম
◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন? ◈ কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লার খোলা চিঠি ◈ খিলগাঁওয়ে স মিলে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত ◈ ১৮’র ভোটের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ মধ্যরাতে ব্যাংকের ভেতরেই অবস্থান কর্মকর্তার, যা জানা গেল ◈ ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হয়ে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৬ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝরাতে ‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে মাঝরাতে  স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। তিনি লিখেন, ‘যে প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে তাজা রক্ত দিয়েছে; তারা কখনোই ফ্যাসিবাদের দোসরদের ক্ষমা করবে না।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিনি ওই স্ট্যাটাস দেন। পাঠকদের সুবিধার্থে তার স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো-

‘গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় যারা সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে বারবার জাস্টিফাই করেছে; তারাই পিলখানা হত্যাকাণ্ড, ইলিয়াস আলীকে গুম করা , আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধকরণ, কিংবা বিএনপি-জামায়াতসহ অন্যান্য বিরোধীদল নির্মূলসহ প্রতিটি ধাপে আওয়ামী লীগের প্রধানতম সহযোদ্ধা ছিল। এই ঘটনা নিশ্চয়ই নতুন না; একই আদর্শের লিগ্যাসি বহনকারী কিছু পূর্বপুরুষের কারণেই বাকশাল কায়েম হয়েছিল।

শাহবাগ কায়েম করে যে সকল সংগঠনের সহযোগিতায় আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তিতে রূপ নিয়েছে এবং ছাত্রদল ও ছাত্রশিবিরকে গত ১৬ বছর নির্বিচারে গুম, খুন ও ক্রসফায়ার দেওয়াকে যারা জোটবদ্ধভাবে উদ্‌যাপন করেছে, তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম সম্পর্কে এই প্রজন্ম যথেষ্ট অবগত।

যে প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে তাজা রক্ত দিয়েছে; তারা কখনোই ফ্যাসিবাদের দোসরদের ক্ষমা করবে না। আমরা ছিলাম, আছি এবং থাকব, ইনশাআল্লাহ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়