শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন ২৪ ফেব্রুয়ারি 

গত বছর আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আগামী ২৪ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন।

জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী পরিষদ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হবে।

তারা জানান, নাগরিক কমিটির ৭০ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জনকে নিয়ে এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'আমরা একটা সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেছি, আজকেও সাধারণ সভা ছিল। এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হচ্ছে, দ্রুতই তা ঘোষণা করা হবে।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দল নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, 'নাগরিক কমিটি গঠন করাই হয়েছিল ভিন্ন ভিন্ন মতের মানুষদের নিয়ে। রিকন্সিলিয়েশনের জন্য এটা একটা ল্যাবরেটরি ছিল।'

তিনি বলেন, 'নতুন দল গঠন নিয়েও বিভিন্ন পক্ষের মতের ভিন্নতা রয়েছে। তবে সেই মতের ভিন্নতা নিয়ে ফেসবুকে আলোচনা করাটা সাংগঠনিক অদূরদর্শীতার পরিচয় বহন করে।'

সামান্তা শারমিন বলেন, 'এ অবস্থায় দুটি দল গঠনের সম্ভাবনা প্রসঙ্গে সামান্থা বলেন, 'সকলেরই অধিকার আছে দল গঠনের এবং সেটি আইনত অন্যায় না। এজন্য কাউকে দায় দেওয়ারও কিছু নেই।'

তিনি আরও বলেন, 'তবে জনগণ প্রত্যাশা করে অভ্যুত্থানের পক্ষে শুধু একটিই দল হবে, যা দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা করবে।' উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়