শিরোনাম
◈ তিন মাসে ২৫ হাজার ৬৯৫ কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহকেরা, কারণ কী ◈ ৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া ◈ শাজাহানপুরে বারো ঘন্টায় দোকানের খাজনা ১৮ হাজার টাকা ◈ এবার ভারতসহ যে ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প! ◈ রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন তিন আসামি (ভিডিও) ◈ 'তারেক রহমান প্রধানমন্ত্রী, খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি', নেতাদের এমন মন্তব্যে যা জানালো বিএনপি (ভিডিও) ◈ ঢাকার কাঁধে আন্দোলনের চাপ, হাসিনার পতনের পর বিভিন্ন দাবিতে ঢাকায় ১৮০ আন্দোলন ◈ ‘গো ব্যাক চুপ্পু’ বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ◈ শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত, কখন না জানি রগ কেটে দেয় : ছাত্রদল সাধারণ সম্পাদক ◈ দুর্ঘটনার শিকার সৌরভ গাঙ্গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন ২৪ ফেব্রুয়ারি 

গত বছর আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আগামী ২৪ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন।

জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী পরিষদ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হবে।

তারা জানান, নাগরিক কমিটির ৭০ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জনকে নিয়ে এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'আমরা একটা সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেছি, আজকেও সাধারণ সভা ছিল। এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হচ্ছে, দ্রুতই তা ঘোষণা করা হবে।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দল নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, 'নাগরিক কমিটি গঠন করাই হয়েছিল ভিন্ন ভিন্ন মতের মানুষদের নিয়ে। রিকন্সিলিয়েশনের জন্য এটা একটা ল্যাবরেটরি ছিল।'

তিনি বলেন, 'নতুন দল গঠন নিয়েও বিভিন্ন পক্ষের মতের ভিন্নতা রয়েছে। তবে সেই মতের ভিন্নতা নিয়ে ফেসবুকে আলোচনা করাটা সাংগঠনিক অদূরদর্শীতার পরিচয় বহন করে।'

সামান্তা শারমিন বলেন, 'এ অবস্থায় দুটি দল গঠনের সম্ভাবনা প্রসঙ্গে সামান্থা বলেন, 'সকলেরই অধিকার আছে দল গঠনের এবং সেটি আইনত অন্যায় না। এজন্য কাউকে দায় দেওয়ারও কিছু নেই।'

তিনি আরও বলেন, 'তবে জনগণ প্রত্যাশা করে অভ্যুত্থানের পক্ষে শুধু একটিই দল হবে, যা দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা করবে।' উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়