শিরোনাম
◈ কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫শ জনের বিরুদ্ধে মামলা ◈ নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি শুরু  ◈ আইন অনুযায়ী বিচারে ঢাকার আপত্তি নেই তবে হত্যা কোনোভাবেই ন্যায্য নয়: বিএসএফের সঙ্গে বৈঠকে বিজিবি ◈ ইতালি এবং বাংলাদেশ খুব ঘনিষ্ঠ, আপনি সর্বদা আমাদের উপর নির্ভর করতে পারেন: মারিয়া ত্রিপোদি ◈ এডিট করা ভিডিও প্রচার করে বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে অপপ্রচার ◈ এস আলমের ব্যাংক হিসাবে ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেন: এনবিআরের তদন্তে নতুন তথ্য ◈ গাজীপুরে পুলিশকে ১ কিমি ঝুলিয়ে নিয়ে গেলো অটোচালক (ভিডিও) ◈ আগামী অন্তত দুই দশক তরুণরা দেশের রাজনীতিকে প্রভাবিত করবে : নাহিদ ইসলাম ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আদালতে যে পরামর্শ দিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করকে ◈ সীমান্ত হত্যা শূন্যে নামানোর জোরালো দাবি বাংলাদেশের: দিল্লিতে বিএসএফ-বিজিবি সম্মেলন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন ২৪ ফেব্রুয়ারি 

গত বছর আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আগামী ২৪ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন।

জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী পরিষদ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হবে।

তারা জানান, নাগরিক কমিটির ৭০ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জনকে নিয়ে এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'আমরা একটা সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেছি, আজকেও সাধারণ সভা ছিল। এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হচ্ছে, দ্রুতই তা ঘোষণা করা হবে।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দল নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, 'নাগরিক কমিটি গঠন করাই হয়েছিল ভিন্ন ভিন্ন মতের মানুষদের নিয়ে। রিকন্সিলিয়েশনের জন্য এটা একটা ল্যাবরেটরি ছিল।'

তিনি বলেন, 'নতুন দল গঠন নিয়েও বিভিন্ন পক্ষের মতের ভিন্নতা রয়েছে। তবে সেই মতের ভিন্নতা নিয়ে ফেসবুকে আলোচনা করাটা সাংগঠনিক অদূরদর্শীতার পরিচয় বহন করে।'

সামান্তা শারমিন বলেন, 'এ অবস্থায় দুটি দল গঠনের সম্ভাবনা প্রসঙ্গে সামান্থা বলেন, 'সকলেরই অধিকার আছে দল গঠনের এবং সেটি আইনত অন্যায় না। এজন্য কাউকে দায় দেওয়ারও কিছু নেই।'

তিনি আরও বলেন, 'তবে জনগণ প্রত্যাশা করে অভ্যুত্থানের পক্ষে শুধু একটিই দল হবে, যা দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা করবে।' উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়