রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ শনিবার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে অংশ নেবেন জাতীয় নাগরিক কমিটির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল৷
তারা হলেন- জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন ও মুখ্য সংগঠক সারজিস আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৈঠকে অংশ নেবেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিকাল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে জাতীয় নাগরিক কমিটির ৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবেন। উৎস: যুগান্তর।
আপনার মতামত লিখুন :