শিরোনাম
◈ শ্রীলঙ্কার সাগর ‘মাছশূন্য’ করছে ভারতীয়রা, বাড়ছে ক্ষোভ ◈ রাজাকার গালি নয়, অ্যাওয়ার্ড হয়ে গেছে: মিজানুর রহমান আজহারি ◈ চাপানোর ক্ষমতা আমাদের নেই, কেবল বুঝাবো কেন প্রয়োজন এবং কীভাবে করা যায়: প্রধান উপদেষ্টা ◈ জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচন চায় আগে ◈ বাংলাদেশি ৫ কৃষককে সীমান্তে বিএসএফের মারধর, বিজিবির কড়া প্রতিবাদ ◈ হঠাৎ ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের প্রস্তুতি! ◈ অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা: মির্জা ফখরুল ◈ প্রথম অধ্যায় শেষ হয়েছে, রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো: প্রধান উপদেষ্টা ◈ আইরিশ ফুটবলার রাতে বিশ্বরেকর্ড গড়ে সকালে গেলেন স্কুলে ক্লাস করতে ◈ চ্যাম্পিয়নস ট্রফি দেখা যাবে টি-স্পোর্টসসহ যেসব চ্যানেলে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে ঢাবির দুই শিক্ষার্থী

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অনশন শুরু করেন।

অনশনে বসা দুই শিক্ষার্থীর একজন ঢাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ও ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. ওমর ফারুক। অপরজন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী মো. আবু সাঈদ।

ওমর ফারুক বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে হত্যা, মামলা, গুম-খুন করেছে। ১৬ বছর কোনো ধরনের বিচার হয়নি। মূলত স্বৈরাচার শেখ হাসিনা বিচারব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন। চব্বিশের জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার তাজা প্রাণের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীন হয়েছি। তবুও ছাত্র হত্যাসহ বিগত ১৬ বছরের অপরাধের কোনো বিচার হয়নি। 

তিনি বলেন, কিছুদিন পর পর কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। আবার ১৫-২০ দিন যেতেই জামিন পেয়ে যায়। সাধারণ একটা মানুষ হত্যার আসামি হলে তাকে অনেক দিন জেলে রাখা হয়। অথচ প্রায় দুই হাজার মানুষ হত্যাকারীর একজনকেও যথাযথ বিচার করা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ হামলা করলো- উপাচার্য কয়জনকে বিচারের আওতায় এনেছেন? কতজন শিক্ষক-ছাত্রলীগ নেতা বহিষ্কার হয়েছেন? সুতরাং আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ ছাড়া আমরা অনশন ভাঙবো না।

শিক্ষার্থী মো. আবু সাঈদ বলেন, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ প্রায় ২ হাজার মানুষকে হত্যা করেছে। নির্মম সেই হত্যাকাণ্ডের দায়ে তাদের বিচার করতে হবে। স্বৈরাচার-ফ্যাসিট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্টদের ধরে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া সিরিয়াতে যেমন আসাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশেও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়