শিরোনাম
◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ ◈ ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ◈ সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ২০ জন (ভিডিও)

শিক্ষা ভবনের সামনে চার দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) চার দফা দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে সচিবালয়ের সামনে যাওয়ার সময় এ সংঘর্ষ ঘটে। পরে সন্ধ্যার দিকে আহতদের হাসপাতালে নেয়া হয়।

আহতরা হলেন- জাহিদুল হাসান নাইম (২১), আরাফাত ইসলাম (২১), নাইম (২২), সিহাব আহমেদ (২০), মো. আমানুল্লাহ (২১), সুমাইয়া খাতুন (২০), রায়হান গাজি (২১), তাহমিনা আক্তার (২০), রাসেল (২৩), জাহিদুল ইসলাম (২২), ডা. এরশাদুল হক (৩০), মেহেরাব হোসেন (২০), সায়মা আক্তার (২১), সোহাগ হোসেন (২২), ইশরাত জাহান (২০), আসিফুল ইসলাম (২৩) ও কাকন আক্তার (২৩)। বাকি ৩ শিক্ষার্থীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢামেকে চিকিৎসা নিতে আসা আহত শিক্ষার্থীরা বলেন, ২০২৩ সাল থেকে আমাদের চার দফা আন্দোলন চলছে। এরমধ্যে কয়েকবার আশ্বাস দিলেও কোনো সুরাহা হয়নি। কিছুদিন আগেও উপদেষ্টা মহোদয় আমাদের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমাদের চার দফা হলো- শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি, প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের সংশোধন, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা ও স্বতন্ত্র শিক্ষা বোর্ড।

এসব দাবিতে রোববার সকাল থেকে শাহবাগে আন্দোলন চলছিল জানিয়ে শিক্ষার্থীরা বলেন, বিকেলে শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। পরে শিক্ষা ভবনের সামনে আসলে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা আমাদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, অনেক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এর আগে বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। পরবর্তীতে বিকেল ৩টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সচিব তুহিন ফারাবির সঙ্গে মন্ত্রণালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি।

তারও আগে দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। ওই সময় শিক্ষার্থীদের তিনি বলেন, দাবি অনুযায়ী শূন্য পদে নিয়োগের ব্যাপারে আগামীকাল বা পরশু (সোম-মঙ্গলবার) সার্কুলার দেয়া হবে। মোট ৮০০ শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগের পরিকল্পনা রয়েছে। আর শিক্ষার্থীদের দশম গ্রেডের দাবির বিষয়টি ইতোমধ্যে প্রক্রিয়াধীন। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এরমধ্যেই বিকেলের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীরা। ওই সময় হাইকোর্ট এলাকার সামনে তাদের ধাওয়া দেয় পুলিশ। উৎস: চ্যানেল২৪ ও প্রতিদিনের বাংলাদেশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়