RAOWA ক্লাব, মহাখালীতে – স্কুল অব লিডারশিপ (SOLE), USA, বাংলাদেশ কান্ট্রি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে স্কুল অব লিডারশিপ (SOLE), USA এর সাথে বাংলাদেশের একটি নতুন যাত্রা শুরু হলো।
মেজর রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এর ভাইস চেয়ারম্যান, SOLE বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড. জামিল আহমেদ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন দেশ বরেণ্য সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, ইয়ুথ ফোরাম, বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশীপ এর প্রতিনিধিবৃন্দ।
স্কুল অব লিডারশীপ (SOLE) USA এর প্রেসিডেন্ট জনাব গোলাম রাব্বানী (নয়ন বাঙালী), যার আন্তরিকতায় বাংলাদেশে SOLE এর যাত্রা শুরু হলো। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। School Of Leadership – SOLE, USA জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সকল আসনে গুনগত নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।
আপনার মতামত লিখুন :