শিরোনাম
◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতি দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবি’, সমন্বয়ক রাফিকে হুমকি

‘তুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবি’- হোয়াটসআপে এমন বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে।

শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে রাফি দাবি করেন, এদিন সকাল ১১টার দিকে তাকে হুমকি দেওয়া হয়। আর এ জন্য তিনি দায়ী করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে।

রাফি তার পোস্টে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী গোলাম রব্বানী আজ আমাকে মেরে ফেলার হুমকি দিলেন! ব্যাপারটা অনেক সুন্দর না? তিনি প্রথম ১২ জুলাই ২০২৪ তারিখে আমাকে কল দেন এবং জিজ্ঞেস করেন, আমার কী লাগবে।

তা ছাড়া বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করেন। সর্বশেষে যখন কনভিন্স করতে পারেননি তখন আমাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে কল কেটে দেন।’

 রাফি আরো বলেন, ‘ঠিক একই নম্বর থেকে আজ (১৮ জানুয়ারি) সকাল ১১টায় কল দেন। প্রথম কলটা রিসিভ করিনি, দ্বিতীয় কলটা রিসিভ করার পর জিজ্ঞেস করলেন, চিনতে পেরেছি কি না! আমি চিনেও বললাম, না চিনতে পারিনি।

তারপর কল কেটে দেন এবং সাথে সাথেই মেসেজ করেন ‘Tumi ses hoye jabe only 3 day bro’।”
প্রতিনিয়ত এমন অহরহ হুমকি আসছে জানিয়ে রাফি বলেন, ‘আমি জানি না আর কত দিন বাঁচতে পারব! কিন্তু আমাকে যদি হত্যা করা হয় তাহলে এই সরকারের সুশীলতা দায়ী থাকবে।’

তিনি বলেন, ‘আমি ১১ জুলাই মরে গেছি, আমাকে মৃত্যুভয় দেখিয়ে লাভ নাই। আর জুলাইয়ে আমাকে কিনতে পারো নাই, দাবায় রাখতে পারো নাই।

এখনো পারবা না। ৩ আগস্ট আম্মা আমাকে বলছিলেন, যা করবা বীরের মতো মাথা উঁচায়া করবা। এটাই আমার বাকি ছিল, এটাও পেয়ে গেছি। আমার আর কোনো প্রাপ্তি নাই। শুধু একটাই চাওয়া বাংলাদেশ ভালো থাকুক। ইনকিলাব, জিন্দাবাদ।’

এদিকে রাফির ওই পোস্টে মন্তব্য করেছেন অভিযুক্ত গোলাম রব্বানী। তিনি বলেছেন, ‘ভাইয়া, এটা আমার নম্বর বা ভয়েস না। পোস্ট করার আগে তোমার খোঁজখবর নেওয়া ও ভেরিফাই করা উচিত ছিল। ফেসবুক বা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখেও তো আমার ভয়েস কম্পেয়ার করতে পারতা। এটুকু কমনসেন্স থাকা জরুরি। তুমি এই নম্বরটা প্রশাসনকে দাও, নম্বর ও ভয়েসের ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করতে বলো। ভালোভাবে না জেনে এভাবে কাউকে উদ্দেশ করে পোস্ট করা নেহায়েত বালখিল্যতা ও অর্বাচীনতা!’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়