শিরোনাম
◈ এবার প্রকাশ্যে এলো বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও ◈ সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের জয় ◈ চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৪.১ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ সংবাদ সম্মেলনে তোপের মুখে ব্লিঙ্কেন, টেনে বের করে দেওয়া হয় সাংবাদিকদের (ভিডিও) ◈ অবহেলায় হাসপাতালের সামনে গুলিবিদ্ধ ইসমাইলের মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৫ ◈ আওয়ামী লীগ সরকার মাদ্রাসা গুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করতো  ◈ সীমান্তে কাঁটাতারের বেড়ায় কেন কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ? ◈ বিল গেটস যে ১০ বিষয়ে ঠিকঠাক বলেছিলেন ২৫ বছর আগেই ◈ এনসিটিবির সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে পাহাড়ি ছাত্র-পরিষদের মামলা ◈ ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন সোমবার

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না: মাহফিলে হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা গেছে ওয়াজ মাহফিলের মঞ্চে। সেখানে তিনি উপস্থিত মুসল্লিদের সামনে সুদ নিয়ে আলোচনা করেন। এ সময় আগতদের সুদ না খাওয়ার শপথও করান হাসনাত।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়— সাদা পাঞ্জাবি ও টুপি পরে একটি মাহফিলে আলোচনা করছেন হাসনাত আব্দুল্লাহ। মাহফিলটি কুমিল্লার দেবিদ্বারে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

ভিডিও শুরুতেই হাসনাতকে বলতে শোনা যায়— ‘কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কী বলে। আমার দীন আমাকে কী শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদের বলতে হবে।’

ইসলাম নিয়ে হাসনাতের এমন বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে সাড়া পড়ে যায়।

আলোচনার একপর্যায়ে হাসনাত বলেন, ‘আমি যেহেতু এই গ্রামে ছিলাম; এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে। এই গ্রামে একধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে। যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার পরিবারসহ আশপাশে অনেকেই আছেন। এই ধরনের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ছিল। কিন্তু আমরা যখন বুঝেছি, যখন পড়াশোনা করে জেনেছি, আলেমদের থেকে পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন সেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি।’

তিনি বলেন, ‘এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না। কিন্তু সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা চেষ্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার।’

হাসনাত আরও বলেন, ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়াপরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে।’

মাহফিলে উপস্থিত সবাইকে সুদের কুফল সম্পর্কে অবহিত করে নিজের পরিবারের উদাহরণও দেন হাসনাত। তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে সবাইকে সাবধান করেন এবং সুদের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়