টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে (আইএসআর) ২৯টি ইরানি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। আন্তঃবিভাগীয় বিজ্ঞান গবেষণায় বিশ্বব্যাপী শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে এসব বিশ্ববিদ্যালয়।
আইএসআর এ ৯২টি দেশের মোট ৭৪৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়।
তেহরান ইউনিভার্সিটি ৭৭তম বৈশ্বিক র্যাঙ্কিং নিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। শিরাজ বিশ্ববিদ্যালয় (বিশ্বব্যাপী ১৩২তম স্থান), রাজি বিশ্ববিদ্যালয় (১৭৪), মাশহাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয় (১৮৭), তাবরিজ বিশ্ববিদ্যালয় (২০১ থেকে ২৫০) যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে।
তালিকায় আহভাজের শহিদ চামরান ইউনিভার্সিটি এবং উর্মিয়া ইউনিভার্সিটি ২৫১-৩০০ বৈশ্বিক র্যাঙ্কিং নিয়ে যৌথভাবে দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।
ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি যথাক্রমে বিশ্বে প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস
আপনার মতামত লিখুন :