শিরোনাম
◈ যেকারনে বাংলাদেশের সঙ্গে ১৭৫ কি.মি. অংশে বেড়া নির্মাণ বাস্তবসম্মত নয়, জানাল ভারত ◈ ৫ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ ◈ নয়াদিল্লির আদলে ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের ◈ ১৫ বছর চাকরি করলেই পাওয়া যাবে পেনশন ◈ ট্রাম্পের 'সহায়তা স্থগিত', বাংলাদেশে মার্কিন কর্মসূচি ঢেলে সাজানোর সুযোগ ◈ নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের ◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ফের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্ভাব্যতা যাচাই কমিটি’ ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) তিতুমীর কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সরকারি এ কলেজটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরজমিনে পরিদর্শন করে কাজ শুরু করারও আল্টিমেটাম দেন এ সময়।

একই সঙ্গে কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে বলে জানান মোশাররফ হোসেন রাব্বী।

অপর বক্তা আবদুল হামিদ বলেন, গত ১৮ নভেম্বর আমাদের সঙ্গে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওই সময় তারা নিশ্চিত করেন যে, ১৯ নভেম্বর প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বসে আমাদের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এবং কমিটি করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবেন। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়