রাজধানীতে টানা একের পর এক আন্দোলন সংঘর্ষসহ নানা ঘটনায় স্থবির হয়ে পড়েছে জনজীবন৷ একই সঙ্গে বেড়েছে জননিরাপত্তা ঝুঁকি।
এদিকে কয়েকদিনের ব্যবধানে রাজধানীর ঢাকা কলেজ সিটি কলেজ সংঘর্ষের পর রিকশাচালকদের আন্দোলন এর পর শুরু হয়েছে পুরান ঢাকায় ডিএমআরসি ও কবি কাজি নজরুল কলেজের সংঘর্ষ এবং আজ ডিএমআরসিতে শিক্ষার্থীদের হামলা।
এমন অবস্থায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। নিজের প্রতিক্রিয়ায় জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ বলে উল্লেখ করেছেন তিনি।
সোমবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ ৷ যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন;
তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ ৷
এদিকে গতকাল আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি ব্যতিক্রমী পোস্ট করেছেন ফেসবুকে। সূরা বাকারা, আয়াত : ২১৪ নম্বর আয়াত তুলেছেন তিনি, লিখেছেন, "ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে!"
আপনার মতামত লিখুন :