শিরোনাম
◈ ভারতের পর্যটন ভিসা চালু নিয়ে নিয়ে যে তথ্য দিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা  ◈ দিনেদুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে রাজধানীতে ১১ লাখ টাকা ছিনতাই (ভিডিও) ◈ পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে: অর্থ উপদেষ্টা ◈ শিক্ষা বোর্ড ঘেরাও: শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ (ভিডিও) ◈ বিদ্যুৎ ও গ্যাসের দাম এখন থেকে সরকার নির্ধারণ করবে না : উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির ◈ সাকিবকে ফেরানোর দাবিতে বিক্ষোভ করতে এসে মার খেলেন তার ভক্তরা (ভিডিও) ◈ দুর্বল ছয়টি ব্যাংককে ১৬৪০ কোটি টাকা ঋণ দিল সবল তিন ব্যাংক ◈ অভিযুক্ত বিচারকদের বিষয়ে উচ্চ আদালতই ব্যবস্থা নেবেন: আসিফ নজরুল ◈ শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান ◈ ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার মার্কিন গোপন নথি ফাঁস, কী আছে নথিতে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ১১:৫০ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে শিক্ষার্থীদের তোপের মুখে জাবি প্রভোস্টের পদত্যাগ

শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মুরশেদা বেগম। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় উপাচার্য বরাবর অব্যাহতির আবেদন পাঠিয়েছেন তিনি।উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অব্যাহতিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতির আবেদনে প্রভোস্ট উল্লেখ করেন, ‘গত ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে অদ্যাবদি জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে প্রভোস্টের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাচ্ছি।’

এর আগে শনিবার রাত ১১টায় গণঅভ্যুত্থান বিরোধী অবস্থানের অভিযোগ এনে ২২ দফা দাবিতে প্রভোস্ট মুরশেদা বেগমের কক্ষে তালা ঝুলিয়ে পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। তারা তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজ বোনকে হল সুপার নিয়োগ দেওয়ার অভিযোগ আনে। 

শিক্ষার্থীরা জানায়, হল প্রভোস্টের স্বামী সোহেল পারভেজ বিপ্লব বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য এবং বর্তমান কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক। হল প্রভোস্ট থাকাকালীন তিনি নিজ ছোটবোন রোমানা ইসলামকে হল সুপার হিসেবে নিয়োগ দেন। এখানে স্বজন-প্রীতি ও নিয়োগে স্বচ্ছতার প্রশ্ন থেকেই যায়। তারা একই সঙ্গে হল সুপার রোমানা ইসলামের তদন্ত সাপেক্ষে পদত্যাগ দাবি করেন। 

এ ছাড়া হল সংস্কারের জন্য প্রাপ্ত বাজেট ১ কোটি ৮ লাখ টাকা কোন খাতে কত খরচ হয়েছে তা শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের দাবি জানায় তারা৷ শিক্ষার্থীদের ২২ দফা দাবিতে হলের সুবিধা সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ওই হলের প্রভোস্ট থেকে অব্যাহতির একটি আবেদন পেয়েছি। সশরীরে উপস্থিত হয়ে অন্যান্য দাবিও শুনেছি। এখনো আমরা হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিসমূহের যৌক্তিকতা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়