শিরোনাম
◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা ◈ ৭২ ঘন্টা পর চোখ খুলেছে শিশুটি, এক আসামি গ্রেফতার ◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ◈ ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল ইসলাম ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার ◈ বিমসটেক মহাসচিবকে যে উদ্যোগ নিতে বললেন ড. ইউনূস

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪০ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের বিরুদ্ধে মামলা অব্যাহত রাখুন : হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ছাত্রলীগের হামলা ও সহিংসতার ঘটনায় মামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত। 

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য উপাচার্য কর্তৃক একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানাই।

তিনি আরো লিখেছেন, ‘তবে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ ছাড়াও আমরা আমাদের জায়গা থেকে মামলা করা অব্যাহত রাখব। আপনারাও আপনাদের নিজেদের ক্যাম্পাসে ছাত্রলীগের গুণ্ডাদের বিরুদ্ধে মামলা করা অব্যাহত রাখুন। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আর কোনো নিপীড়কের ঠাঁই হবে না।’

এদিকে, ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চার সদস্যদের ওই কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়