শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩৩ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হলো ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের জন্য টিএসসিতে উঠল ১১ কোটি টাকা

বন্যাদুর্গতদের জন্য ঢাকা বিশ্বিবদ্যালয়ের টিএসটিতে চলা ত্রাণ সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। গণত্রাণ কর্মসূচিতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে ১১ কোটি ১০ লাখ টাকা। খাবার বিতরণ ও প্যাকেজিংসহ বিভিন্ন মাধ্যমে খরচ হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। অবশিষ্ট টাকা ব্যয় হবে বন্যার্তদের পুনর্বাসনে।

বুধবার সন্ধায় টিএসসিতে ডাকা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে এই কার্যক্রম পরিচালনা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় কথা বলেন সমন্বয়ক রেজোয়ান আহমেদ ও সমন্বয়ক লুৎফর রহমান।

আগষ্টের মাঝামাঝি থেকে শুরু হওয়া আকস্মিক বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলা। আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবীদের দ্বারা চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম।

২২ আগস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের আয়োজন চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

ত্রাণ সংগ্রহ কার্যক্রম আপাতত বন্ধের কথা জানিয়েছেন সমন্বয়করা। ত্রাণ বিতরণের বাইরে থাকা অবশিষ্ট বাকি অর্থ সরকারের সঙ্গে সমন্বয় করে বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করার কথাও জানান তারা।

তারা জানান, ত্রাণ সুষ্ঠ বণ্টনে স্থানীয় ছাত্রদের সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত এলাকায় পৌঁছে দিতে কাজ করছেন আয়োজকরা। এ ছাড়া বন্যাদুর্গত এলাকাগুলোতে তাদের গণরান্না কর্মসূচিও চলমান রয়েছে।

আয়োজকরা জানান, সবমিলিয়ে যে অর্থ উঠেছে তা সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের দ্বারা পরিচালিত দুটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা রয়েছে।

কীভাবে এবং কাদের মাধ্যমে ব্যবহার হলে সর্বোচ্চ মানুষের উপকার হবে সেই বিষয়য়ে স্থানীয় এবং দেশের ছাত্র-জনতার পরামর্শ আহ্বান করেন তাঁরা। সূত্র : ইন্ডেপেন্ডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়