সুজন কৈরী: [২] ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা কলেজ শাখার অন্যতম সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন।
[৩] শুক্রবার বিকেল ৫টার দিকে শাহবাগ মোড়ে তিনি এ ঘোষণা দেন। এরপর শাহবাগ থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবের দিকে চলে যান।
[৪] আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশ সরকারের আদেশে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, হত্যা করেছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর গণগ্রেপ্তার চালিয়েছে। এসব কিছুর বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না।
[৫] এ সময় ঢাকা কলেজ, ব্র্যাক ইউনিভার্সিটি, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, কবি নজরুল কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিসহ রাজধানীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল।
[৬] আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তারা পুলিশকে উদ্দেশ্য করে দীর্ঘ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। এছাড়াও ‘আমার ভাইকে মারলো কেন, পুলিশ তুমি জবাব দাও’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন।
[৭] এর আগে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আসার আগ মুহূর্ত পর্যন্ত শাহবাগ মোড়ে ঘণ্টাখানেক অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল আসার আগেই তারা শাহবাগ ছেড়ে চলে যান।
[৮] সকাল থেকেই শাহবাগ থানার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এসকে/এসবি/এনএইচ
আপনার মতামত লিখুন :