জাফর ইকবাল, খুলনা: [২] খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে পুলিশ ও বিজিবির।
[৩] শুক্রবার বিকাল ৩টা ১৫ মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরোপয়েন্টের দিকে থেকে পুলিশ মিছিল লক্ষ্য করে টিয়ারসেল ছোড়ে।
[৪] এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। পরে শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। বর্তমানে জিরোপয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছে শিক্ষার্থীরা। অন্যদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ।
[৫] এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :