শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৯:৪৩ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্চ ফর জাস্টিস: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষ, আটক দেড় শতাধিক 

রিয়াদ হাসান: [২] সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবিতে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

[৩] পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন দুপুর সাড়ে ১২টা থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শিক্ষকরা রাজধানীর দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে আসতে থাকে। এ সময় শিশু একাডেমির সামনে ব্যারিকেড দেয় পুলিশ। এক পর্যায় ব্যারিকেড ভেঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করে হাইকোর্ট মাজার মসজিদের সামনে বসে পড়েন শিক্ষার্থীরা।

[৪.১] এর আগে মাজার গেট বন্ধ করে দেয় পুলিশ। তখন গেটের বাইরে শিক্ষার্থীরা এবং ভেতরে আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হলে আইনজীবীরা ব্যারিকেড টপকিয়ে শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ান।

[৪.২] এ সময় আইনজীবী ও শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে, ছাত্রদের ওপর গুলি কেন, প্রশাসন জবাব দে, শিরোনামে নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, নর্থ সাউথ, ব্র্যাক, গ্রীণ ইউনিভার্সির্টি, ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

[৫.১] খুলনা প্রতিনিধি জাফর ইকবাল অপু জানান, বুধবার দুপুরে খুলনা নগরীর ময়লাপোতা মোড় এলাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় চারটি গাড়ি ভাঙচুরের শিকার হয়। এ ঘটনায় পুলিশ কমপক্ষে শতাধিক আটক করেছে। অন্যদিকে অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।

[৫.২] নগরীর সাতরাস্তা মোড়ে বিক্ষোভকালে বেলা সোয়া দুইটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি দুই দিক দিয়ে আটকে রাখে। এতে উত্তেজনায় এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

[৬] বরিশাল প্রতিনিধি শাহ জালাল জানান, বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে দুই দফায় বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় বাম সংগঠনের নেতাসহ অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। আহত সাংবাদিকরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

[৭] দিনাজপুর প্রতিনিধি ইউসুফ আলী জানান, দিনাজপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ১০ জন শিক্ষার্থীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দানের শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে কর্মসূচি পালন শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখানে এসে শিক্ষার্থীদেরকে আটক করে। এর পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

[৮] ঠাকুরগাঁওয় প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক জানান, ঠাকুরগাঁওয়ে এদিন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনে বেলা ১১টা থেকে জেলা শহরের আর্ট গ্যালারি এলাকার একাত্তরের অপরাজয় চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে সেখানে পুলিশ ব্যারিকেড দিলে দুপুর ১২টার দিকে তা ভেঙে মিছিল নিয়ে শহরের চৌরাস্তার আদালত চত্বরের দিকে যায় আন্দোলনকারীরা। পরে পুলিশ আদালতের মূল ফটকের সামনের সড়কে ব্যারিকেড দেয়। এ সময় শিক্ষার্থীরা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করেন।

[৯] নরসিংদী প্রতিনিধি সানজিদা রুমা জানান, বুধবার  বেলা ১ টা থেকে দেড়টা পর্যন্ত পৌর শহরের উপজেলা মোড় এলাকায় ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে নরসিংদীর বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এদিন বেলা সাড়ে বারোটার দিকে ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণে যেতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে, পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত  বিক্ষোভ করে ফিরে যায় বিক্ষোভকারীরা।

[১০] যশোর প্রতিনিধি মশিউর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পুলিশের বাধা উপেক্ষা করে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি যশোরে পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

[১১] চট্টগ্রাম প্রতিনিধি এম আর আমিন জানান, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চার ঘণ্টারও বেশি সময় অবস্থান করে মার্চ ফর 'উই ওয়ান্ট জাস্টিস' কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন আন্দোলনকারীরা প্রথমে চট্টগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়। এরপর সেখান থেকে সাড়ে ১০টার দিকে আইনজীবীদের একাংশের সহায়তায় পুলিশি বাধা উপেক্ষা করে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় লালদিঘি-কোতোয়ালী এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে।

[১২] গাজীপুর প্রতিনিধি এ এইচ সবুজ জানান, 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর আঞ্চলিক সড়কের শিববাড়ি মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করে অবস্থান নেওয়ার চেষ্টা করেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এর আগে সকাল থেকেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর সামনের সড়কে, জয়দেবপুর জংশনের আশপাশে, শিববাড়ি মোড়ে ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। এ ছাড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নেন।

[১৩.১] সিলেট প্রতিনিধি আশরাফ চৌধুরী রাজু জানান, বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করতে ১১ টায়  সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় গেটে জড়ো হয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় গেট থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় তারা মিছিল নিয়ে নগরের কোর্ট পয়েন্টের দিকে রওয়ানা দেন। নগরের সুবিদ বাজারে মিছিলটি আসার পর তাদের বাধা দেয় পুলিশ। মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এসময় আন্দোলনকারীরাও ইট পাটকেল ছুড়লে সিলেট প্রেসক্লাবের সামনের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

[১৩.২] তিনি আরও জানান, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এদিন দুপুরে ক্যাম্পাসে মিছিল করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম একাত্তরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষকরা সাম্প্রতিক সহিংসতায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন।

[১৪] চাঁদপুর প্রতিনিধি মিজান লিটন জানান, ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় প্রতিবাদ এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উত্তর পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের শুরুতে শিক্ষার্থীরা জেলা জজ আদালতের সম্মুখে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে সরিয়ে সড়কের একপাশে নিয়ে আসে। সেখানে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কয়েক শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়।

[১৫] কিশোরগঞ্জ প্রতিনিধি ফারুকুজ্জামান জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় আইনজীবীদের একাংশ তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবস্থান নেন। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

[১৬] এর আগে মঙ্গলবার দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

[১৭] বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে অনলাইন অফলাইনে স্মৃতিচারণ ও প্রচারণা চালানো হবে বলে বুধবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সহ সমন্বয়ক রিফাত রশিদ। সম্পাদনা: ইকবাল খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়