আশরাফুল, জাবি: [২] কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে এদিন কালো ব্যাজ ধারণ করে প্রশাসনে দায়িত্বরত বিভিন্ন শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
[৩] মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত শোক কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়। এছাড়াও শোক কর্মসূচির অংশ হিসেবে মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।
[৫] এছাড়া উপাচার্য কোটা সংস্কার আন্দোলনে আবাসিক হলগুলোতে ভাঙচুর হওয়া কক্ষগুলোও পরিদর্শন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিনিধি/একে