নাহিদ হাসান: [২.১] কতজন শিক্ষার্থী মারা গেছেন এবং তাদের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল বলেন, শিক্ষার্থীদের বিষয়ে বলতে চাচ্ছি যে, এখানে শিক্ষার্থীর সংখ্যা কত? তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে যে আন্দোলন তথাকথিত আন্দোলনই বলবো; কারণ মূলত এর মূল উদ্দেশ্য আমরা পরে দেখতে পেয়েছি। সেই আন্দোলনে শিক্ষার্থীদের কতটুকু অংশগ্রহণ ছিলো এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন এবং তাদের পেছনে কারা ছিলেন, সেটা আগে নিরূপণ করতে হবে।
[২.২] আর শিক্ষার্থীর সংখ্যা ধার্য করার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ মার্ক করে এবং তার আগেই আমরা একটা এসেসমেন্ট করছি। আমরা এখন যেটা দেখছি যে, কিছুটা আছে তথ্য, কিছুটা অপতথ্য, কিছুটা গুজব।
[২.৩] এই যে তথ্যে যে বিভ্রাট, সেটাকে ব্যবহার করেই জনমনে আবেগ, উত্তেজনা সৃষ্টি করে নাশকতামূলক কাজগুলো করা হচ্ছিলো।
[২.৪] সুতরাং এই পরিস্থিতি বর্তমানে সেটা পরিবর্তন হওয়ার পরেই আমাদের পক্ষে সঠিকভাবে নিরূপণ করা সহজ হবে,কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং তারা কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। সেটা এই মুহূর্তে [বর্তমানে যে অবস্থা তাতে] নিরূপণ করা কঠিন। সম্পাদনা: সমর চক্রবর্তী
আপনার মতামত লিখুন :