বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: [২] কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী জানাযার নামাজ পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
[৩] বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই এ জানাযার নামাজ পড়েন তারা।
[৪] এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে মারা গেছেন। তাদের অনুমতিতেই আমাদের উপর আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে। তারা কাপুরষ এবং দালাল। আমরা দোয়া করি এই প্রশাসন অতদ্রুত ধ্বংস ক্ষমতা হারাক।
[৫] এসময় সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও পুলিশ, বিজিসিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :