শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জবির শিক্ষা কার্যক্রম, খোলা থাকবে হল

অপূর্ব চৌধুরী, জবি: [২] অনির্দিষ্টকালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে চলমান থাকবে প্রশাসনিক কার্যক্রম। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

[৩] অন্যদিকে একমাত্র আবাসিক হল ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হলেও পরবর্তীতে শিক্ষার্থীদের তীব্র দাবির মুখে এই সিদ্ধান্ত বাতিল করে হল কর্তৃপক্ষ। 

[৪] এর আগে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। 

[৫] এছাড়া আন্দোলনে জবির আহত শিক্ষার্থীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহবান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

[৬] এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিকাল ৪টার মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় আবাসিক শিক্ষার্থীদের। তবে হল খোলা রেখে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন বেশ কিছুক্ষণ। পরবর্তীতে হল খোলা রাখার বিষয়ে নতুন করে বিজ্ঞপ্তি দেন তিনি।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়