শিরোনাম
◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ মুগ্ধকে নিয়ে গুজব: আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ (ভিডিও) ◈ সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা ◈ এবার ৭ দিনের আল্টিমেটাম দিলো রিকশাচালকরা ◈ গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘দেখি বাসে আগুন জ্বলছে, আমরা কয়েকজন মিলে পোড়া মরদেহ নিচে নামাই’ ◈ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চল ৩ বছরে দুই-তৃতীয়াংশ বৃদ্ধি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জবির শিক্ষা কার্যক্রম, খোলা থাকবে হল

অপূর্ব চৌধুরী, জবি: [২] অনির্দিষ্টকালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে চলমান থাকবে প্রশাসনিক কার্যক্রম। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

[৩] অন্যদিকে একমাত্র আবাসিক হল ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হলেও পরবর্তীতে শিক্ষার্থীদের তীব্র দাবির মুখে এই সিদ্ধান্ত বাতিল করে হল কর্তৃপক্ষ। 

[৪] এর আগে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। 

[৫] এছাড়া আন্দোলনে জবির আহত শিক্ষার্থীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহবান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

[৬] এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিকাল ৪টার মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় আবাসিক শিক্ষার্থীদের। তবে হল খোলা রেখে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন বেশ কিছুক্ষণ। পরবর্তীতে হল খোলা রাখার বিষয়ে নতুন করে বিজ্ঞপ্তি দেন তিনি।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়