মুযনিবীন নাইম: [২] মঙ্গলবার টানা ১৬ দিনের মতো পেনশন স্কিম প্রত্যয় বাতিলসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
[৩] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে শিক্ষকদের মঙ্গলবার বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। আমাদের কর্মবিরতি চলবে।
[৪] আন্দোলনকারী শিক্ষকেরা জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আগামী শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা ডাকা হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষক-কর্মচারীদের এ কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোয় ক্লাস-পরীক্ষা হচ্ছে না। প্রশাসনিক ভবনেও কোনো কাজ হচ্ছে না। সম্পাদনা: এম খান
এসবি২
আপনার মতামত লিখুন :