শিরোনাম
◈ প্রাথমিকে আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা ◈ (১৬ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৭:০০ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের শোডাউন, আবার হামলা

মুযনিবীন নাইম: [২] ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আবার হামলা করেছে ছাত্রলীগ।

[৩] সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেলের সামনে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

[৪] বিকেল সাড়ে ৩টার পর থেকে ঢামেকে আহত শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেলের ভেতরে শোডাউন ও ইটপাটকেল ছোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।

[৫] ঘটনাস্থল থেকে যানা যায়, ছাত্রলীগের একদল কর্মী শহীদ মিনার থেকে মেডিকেলের দিকে আসছিল। মেডিকেলের সামনে শিক্ষার্থীদের জটলা দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়। 

[৬] পরে লাঠিসোটা নিয়ে বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত মেডিকেলের ভেতরে-বাইরে শোডাউন দিয়েছে ছাত্রলীগ।

[৭] নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আহত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। ছাত্রলীগ এখানে এসেও আমাদের ওপর হামলার চেষ্টা করছে। এমনকি যারা আসছেন হাসপাতালের পথে, তাদেরকেও হামলা করছেন।’

[৮] এছাড়া বিকেল সাড়ে ৫টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ওই এলাকায় ছয়টি ককটেল বিস্ফোরণের শব্দ  শোনা গেছে।

[৯] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মেডিকেলের বাইরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। সেখানে পুলিশের কোনো সদস্য দেখা যাচ্ছে না। তবে  চারজন আনসার সদস্য মেডিকেলের গেটে আছেন। ভেতরে আনুমানিক ২০-২৫ জন আনসার সদস্য আছেন। 

[১০] সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়