শিরোনাম
◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায় ◈ ফরিদপুরে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫ ◈ বন্দর থেকে নিধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা: নৌ উপদেষ্টা ◈ পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্টের! ◈ বাংলাদেশিও সহ ১০ অভিবাসীকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত, আদালতে মামলা দায়ের ◈ এবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস ◈ সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ (ভিডিও) ◈ নির্বাহী অফিসারের রুমে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা ◈ পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: নাহিদ ইসলাম ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে ভিভ রিচার্ডসের প্রশ্ন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৫:০৩ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে জাবি শিক্ষকদের

আশরাফুল, জাবি: [২] সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সর্বাত্মক কর্মবিরতি চালু রাখার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা

[৩] শিক্ষকদের ঘোষিত কর্মসূচিগুলো হলো, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের চলমান সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং রবিবার রাতে স্লোগান দেয়াকে কেন্দ্র করে জাবিতে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে৷

[৪] শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা বলেন, চলমান পেনশন স্কিম ইস্যু নিয়ে আমরা জরুরী সভায় বসেছিলাম। সেখানে আমাদের দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৫] তিনি বলেন, শিক্ষকদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের প্রাঙ্গণে আমরা শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে এবং বুকে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করব৷ পাশাপাশি গতকাল রাতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনকে অনুরোধ করবো।

[৬] এর আগে, রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে পেনশন নিয়ে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি-দাওয়ায় কিছু ভ্রান্ত ধারণা আছে৷ পেনশন ফান্ড বলে কিছু নেই৷ সর্বজনীন পেনশন স্কিম করেছি সবার জন্য৷ আন্দোলন চালাতে-চালাতে তারা টায়ার্ড হোক, তারপর বসব৷’ সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়