শিরোনাম
◈ পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্টের! ◈ বাংলাদেশিও সহ ১০ অভিবাসীকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত, আদালতে মামলা দায়ের ◈ এবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস ◈ সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ (ভিডিও) ◈ নির্বাহী অফিসারের রুমে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা ◈ পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: নাহিদ ইসলাম ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে ভিভ রিচার্ডসের প্রশ্ন ◈ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলে থাকছেন সিমন্স ও সালাউদ্দিন  ◈ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে, যা জানাগেল ◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

আশরাফুল, জাবি: [২] অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক দাবি করে প্রত্যাহার এবং সার্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে আওতামুক্ত রাখার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তা-কর্মচারীরা। 

[৩] রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ শুরু করেন তারা। পরে বেলা ১২টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর ও সমাজবিজ্ঞান সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

[৪] এসময় 'বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই', 'মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠায় নাই', 'বৈষম্যমূলক পেনশন মানি না, মানব না' প্রভৃতি স্লোগান দেন কর্মচারীরা।

[৫] সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা অতি দ্রুত সময়ে প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানান। দাবি আদায় না হলে সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা বা দাপ্তরিক কার্যক্রম সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণাও দেন তারা। 

[৬] জাবি অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা অতীত থেকে একটা পেনশন স্কিমের অধীনে আছি। নতুন করে আমাদের উপর প্রত্যয় স্কিম চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এ বৈষম্যের স্কিম মানি না। আমাদেরকে প্রত্যয় স্কিম থেকে বাদ দেওয়া হোক। আমাদের দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি চলবে'।

[৭] বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বকসী বলেন, 'পেনশন নিয়ে সরকারের বৈষম্যমূলক সিদ্ধান্ত মানি না। এখানে সরকারি কর্মচারীদের মধ্যে নির্দিষ্ট একটি অংশকে সুবিধাবঞ্চিত করা হচ্ছে। আমরা পেনশন সংক্রান্ত এ বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে কর্মবিরতি চলমান থাকবে'।

[৮] উল্লেখ্য, গত ৩০ জুন থেকে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও সহায়ক কর্মচারী কল্যাণ ফেডারেশনের আহ্বানে পেনশন স্কিম 'প্রত্যয়' থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্মচারীদের অন্তর্ভুক্তি বাতিল ও ইউজিসি প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়