মোস্তাক মোর্শেদ, ইবি: [২] কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে সারাদেশের সাথে একযোগে পদযাত্রায় অংশ গ্রহণ করেছেন কুষ্টিয়ার সর্বস্তরের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নিয়ে কোটার বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।
[৩] রোববার (১৪ জুলাই) কুষ্টিয়া শহরের চৌরহাস মোর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১০টা ২০ মিনিট থেকে পদযাত্রাটি শুরু হয়।
[৪] কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে এসময় পদযাত্রায় অংশ নেন কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, সেন্ট্রাল কলেজ সহ আশে পাশের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন।
[৫] পদযাত্রাটি কুষ্টিয়া শহরস্থ গুরুত্বপূর্ণ সড়ক’সহ মুজিব চত্বরে প্রদক্ষিণ করে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হয়। এসময় শিক্ষার্থীরা কোটার বিপক্ষে নিজেদের মতামত তুলে ধরেন।
[৬] বেলা ১২টায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এনডিসি মো: মহসীন উদ্দীন বরাবর কোটা সংস্কারের দাবি নিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে আজকের কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :