আরমান হোসেন, ঢাবি: [২] কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বেলা ১১টায় ঢাবি থেকে গণপদযাত্রা করবে। এরপর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে যাবে। ঢাকার বাইরে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পাঠাবে।
[৩] শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।
[৪] আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এ কর্মসূচির পাশাপাশি ক্লাস ধর্মঘট চলবে। ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সকাল ১১টায় গণপদযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে। গণপদযাত্রা নিয়ে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে যাবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :