অপূর্ব চৌধুরী: [২] সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নিয়োগ ও পদোন্নতির নীতিমালা বাতিলেরও দাবি জানিয়েছেন তারা।
[৩] মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে জবির প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এ সময় প্রত্যয় স্কিম প্রত্যাহার না করা হলে সড়কে অবস্থান নেওয়ার হুশিয়ারি দেন তারা।
[৪] জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও কর্মকর্তা সমিতির সভাপতি আবদুল কাদের বলেন, আমরা বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা বাতিল চাই। পাশাপাশি ইউজিসির চাপিয়ে দেওয়া অভিন্ন নিয়োগ ও পদোন্নতির নীতিমালা বাতিল প্রয়োজন। যে নীতিমালা শিক্ষকেরা মানেন না, আমরাও তা মানতে চাই না।
[৫] বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সদস্য আল-আমিন শিকদার তৌফিক বলেন, প্রধানমন্ত্রীর সর্বজনীন পেনশন স্কিমকে সাধুবাদ জানাই। তবে তা সরকারি চাকরিজীবীদের জন্য নয়। প্রহসনমূলক এই স্কিম আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে মুখোশধারী কিছু কালো লোক।
[৬] প্রসঙ্গত, কর্মকর্তা-কর্মচারীরা নতুন এই পেনশন ব্যবস্থাকে বৈষম্যমূলক উল্লেখ করে এক সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ব্যানারে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে অবস্থান নিচ্ছেন তারা।
এআই/একে
আপনার মতামত লিখুন :