অপূর্ব চৌধুরী: [২] সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোববার অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বাংলা ব্লক।
[৩] শনিবার প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন শিক্ষার্থীরা। ছাত্রসমাজের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। সূত্র: চ্যানেল ২৪ অনলাইন, বাংলা নিউজ
[৪] এ কর্মসূচির আগে ছাত্র সমাজের নিয়মিত কর্মসূচির অংশ হিসেব সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে রোববার ক্লাস পরীক্ষা বর্জন করা হবে।
[৫] শনিবার বিকেল পৌনে ৫টায় চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় আশেপাশের যান চলাচল বন্ধ হয়ে শাহবাগ অচল হয়ে পড়ে। সন্ধ্যা ৬টার দিকে অবরোধকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এসবি২
আপনার মতামত লিখুন :