শিরোনাম
◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনকারী নেতাকে হল ছাড়া করার চেষ্টার অভিযোগ 

অপূর্ব চৌধুরী: [২] কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে অমর একুশে হল ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাদের বিরুদ্ধে। সারজিস বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এমন ঘটনা জানা যায়। 

[৩] এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে কোটা আন্দোলনকারী নেতা সারজিসের পক্ষে রাস্তা আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সারজিস আলমকে হল থেকে বের করতে চাওয়া সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানা যায়। সূত্র: চ্যানেল ২৪ অনলাইন

[৪] পরে রাত ১টার দিকে পরবর্তী সময়ে সারজিসকে কক্ষে পৌঁছে দেন হল হল প্রভোস্ট অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ। সূত্র: কালের কন্ঠ

[৫] সারজিস আলম সাংবাদিকদের বলেন, হল ছাত্রলীগের একাধিক পদপ্রত্যাশী নেতা হল থেকে বের করে দেওয়ার জন্য ছাত্রলীগের শীর্ষ একজন নেতার নির্দেশ রয়েছে বলে জানায়। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা হলগেটে জড়ো হতে থাকে।

[৬] এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, হলে কে থাকবে, কে থাকবে না সেটা হল কর্তৃপক্ষ ঠিক করে। ছাত্রলীগ কাউকে হল থেকে বের করার নির্দেশনা দেয়নি।

[৭] অমর একুশে হল প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ গণমাধ্যমকে বলেন, একটা মিস ইনফরমেশনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলো। পরে আমি সেখানে গিয়ে বিষয়টি সমাধান করে সারজিসকে রুমে তুলে দিয়ে আসি। সম্পাদনা : কামরুজ্জামান  

  • সর্বশেষ
  • জনপ্রিয়