শিরোনাম
◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনকারী নেতাকে হল ছাড়া করার চেষ্টার অভিযোগ 

অপূর্ব চৌধুরী: [২] কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে অমর একুশে হল ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাদের বিরুদ্ধে। সারজিস বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এমন ঘটনা জানা যায়। 

[৩] এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে কোটা আন্দোলনকারী নেতা সারজিসের পক্ষে রাস্তা আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সারজিস আলমকে হল থেকে বের করতে চাওয়া সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানা যায়। সূত্র: চ্যানেল ২৪ অনলাইন

[৪] পরে রাত ১টার দিকে পরবর্তী সময়ে সারজিসকে কক্ষে পৌঁছে দেন হল হল প্রভোস্ট অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ। সূত্র: কালের কন্ঠ

[৫] সারজিস আলম সাংবাদিকদের বলেন, হল ছাত্রলীগের একাধিক পদপ্রত্যাশী নেতা হল থেকে বের করে দেওয়ার জন্য ছাত্রলীগের শীর্ষ একজন নেতার নির্দেশ রয়েছে বলে জানায়। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা হলগেটে জড়ো হতে থাকে।

[৬] এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, হলে কে থাকবে, কে থাকবে না সেটা হল কর্তৃপক্ষ ঠিক করে। ছাত্রলীগ কাউকে হল থেকে বের করার নির্দেশনা দেয়নি।

[৭] অমর একুশে হল প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ গণমাধ্যমকে বলেন, একটা মিস ইনফরমেশনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলো। পরে আমি সেখানে গিয়ে বিষয়টি সমাধান করে সারজিসকে রুমে তুলে দিয়ে আসি। সম্পাদনা : কামরুজ্জামান  

  • সর্বশেষ
  • জনপ্রিয়