শিরোনাম
◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে ভিভ রিচার্ডসের প্রশ্ন ◈ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলে থাকছেন সিমন্স ও সালাউদ্দিন  ◈ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে, যা জানাগেল ◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে ◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৮:৫৬ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনে যেতে হলে হলে ছাত্রলীগের বাধার অভিযোগ

অপূর্ব চৌধুরী: [২] বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আলাদা ব্যানারে মিছিল নিয়ে কোটা আন্দোলনে যোগ দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা শাহবাগে আন্দোলন করেন। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটকে তালা দেয় ছাত্রলীগ।

[৩] এতে আন্দোলনে যোগ দিতে চাওয়া শতাধিক শিক্ষার্থী হলের ভেতর আটকে পড়েন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তালা খুলে দেওয়া হয়। সূত্র: বাংলা নিউজ

[৪] শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, কবি জসীম উদ্দীন হল ও বিজয় একাত্তর হলের মূল ফটকে চেয়ার-টেবিল নিয়ে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা অবস্থান নেন। স্যার এ এফ রহমান হলে আন্দোলনে ডাকার জন্য শিক্ষার্থীদের মাইকিংয়ে বাধা দেয় ছাত্রলীগ। সূত্র: কালের কন্ঠ

[৫] এদিন শাহবাগে আন্দোলন চলাকালে নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উপস্থিত থাকার নির্দেশ দেয় ছাত্রলীগ।

[৬] নাম প্রকাশে অনিচ্ছুক হাজী মুহাম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থী বলেন, সূর্যসেন হলে আমাকে আটকে রাখা হয়েছিল। সেখানে বলা হয় আগামী এক ঘণ্টার জন্য বের হওয়া যাবে না। পরে আমি বলেছি, আমি মুহসীন হলে থাকি। তারপরও তারা জেরা করে। পরে জার্সিতে মুহসীন হল লেখা দেখে আমাকে ছাড়ে।

[৭] তবে এই অভিযোগ অস্বীকার করে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সাংবাদিকদের বলেন, আমাদের কোনো নেতাকর্মী শিক্ষার্থীদের বাধা দেয়নি। এটি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে এর সমাধান হবে। এখানে কাউকে বাধা দেওয়ার তো প্রশ্ন আসে না। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়